ইনসাইড পলিটিক্স

টাকা না পেয়ে মোর্শেদ খানের নাম কাটল তারেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2018


Thumbnail

মোর্শেদ খান ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাত জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কোনো রাখঢাক না রেখেই বলতেন, টাকা দিয়ে নিলামে পররাষ্ট্রমন্ত্রীর পদ কিনেছি। ১৯৯১-৯৬ সালে বিএনপি সরকার তাঁকে মোবাইল ফোনের একতরফা ব্যবসা দিয়েছিল। তারেক জিয়ার আর্থিক পৃষ্ঠপোষকদের অন্যতম তিনি। অবৈধ পন্থায় তারেক কে টাকা পাঠাতে গিয়ে মানি লন্ডারিং মামলার আসামি তিনি। তবুও নির্বাচনের স্বাদ জেগেছিল। মোটা অংকের বিনিময়ে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন চূড়ান্ত করেছিলেন। কিন্তু রিটার্নিং অফিসার তাঁর মনোনয়ন বাতিল করে দেয়। গতকাল নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়ন ফিরে পান মোর্শেদ খান। কিন্তু নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বৈধ করলে কি হবে, তারেক আজ তাঁর মনোনয়ন বাতিল করে দিলেন। তাঁর বদলে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন পেলেন আবু সুফিয়ান।

মোর্শেদ খানের ঘনিষ্ঠরা বলছেন, মনোনয়ন চূড়ান্ত করতে আজ লন্ডন সময় সকাল ৮ টার মধ্যে তারেকের কাছে টাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু কিছুদিন ধরেই ব্যবসায়িক মন্দা যাচ্ছে তাঁর। সিটিসেলও বন্ধ হয়ে গেছে। তাই টাকা পাঠাতে পারেননি। অবশ্য দুদকের নজরদারিতে থাকার জন্যই টাকা পাঠাতে পারেননি বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। যে কারণেই হোক টাকা না পেয়ে ক্ষুব্ধ তারেক নাম কেটে দিলেন মোর্শেদ খানের।

বাংলা ইনসাইডার/জেডএ   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭