কালার ইনসাইড

প্রথম দেখায় অপুকে যা বললেন দেব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2018


Thumbnail

হায়দরাবাদ বাংলা সমিতির আয়োজনে শুক্রবার ভারতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব- ‘আয়না ২০১৮’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের বেশ কয়েকজন তারকা। ঢালিউড তারকা অভিনেত্রী অপু বিশ্বাস এবারের আসরের শুভেচ্ছাদূত। টালিগঞ্জ তারকা দেবের সঙ্গে যৌথভাবে ‘দুই বাংলা মৈত্রী পুরস্কার’ও পেয়েছেন অপু। পুরস্কার প্রাপ্তির পর দুজন একসঙ্গে ছবিও তুলেছেন।

মঞ্চে উঠে অপুকে নিয়ে বলেন, ‘অপু দিদির সঙ্গে এবারই আমার প্রথম দেখা। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, এটা আমাদের জন্য অনেক সম্মানের।’

দুই বাংলার সিনেমা নিয়েও একে অপরের সঙ্গে কথা বলেন অপু-দেব। অপু বলেন,‘ প্রথমত আমার ছবি থাকলে আরও বেশি ভালো লাগতো। তবে সিনেমা সম্পর্কিত কোন পুরষ্কার পেলে ভারোই লাগে।’

উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের চারটি, পশ্চিমবঙ্গের পাঁচটি এবং তামিলনাড়ুর একটি ছবি। বাংলাদেশের চারটি ছবি হলো ‘অজ্ঞাতনামা’, ‘খাঁচা’, ‘কালের পুতুল’ ও ‘ড্রেসিং টেবিল’।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭