কালার ইনসাইড

বিএনপির অজুহাত পছন্দ হলো না মনির খানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2018


Thumbnail

মর্যাদা ক্ষুন্ন ও দলে শৃঙ্খলা না থাকায় সঙ্গীতশিল্পী মনির খান বিএনপি থেকে পদত্যাগ করেছেন। বিকেলে জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মনির খান জানান, ‘আজ ভিন্ন অজুহাতে আমার এলাকার জনগণকে এবং আমাকে জাতীয় নির্বাচন থেকে সরিয়ে দেয়া হলো। এমতাবস্থায় আমার নির্বাচনী এলাকার জনগর প্রাণের দাবির সাথে একাকার হয়ে আমি বিএনপির সকল সাংগাঠনিক পদ পদবী থেকে ইস্তফা দিলাম।

তিনি বলেন, রাজনীতির ভেতরেও যে রাজনীতি থাকে সেটি আমার জানা ছিল না। আমার পদত্যাগপত্র বিএনপি মহাসচিব এর কাছে পাঠানো হয়েছে। তবে সেটি তার হাতে পৌঁছেছে কিনা সে ব্যাপারে কোন ধারণা নেই তার।

মনির খান আশ্বাস দেন, ‘আমি অতীতের মতো আগামীতেও সাধারণ নাগরিক হিসেবে আমার এলাকা জনগণ ও দেশবাসীর পাশে থাকবো। আমি আজ থেকে কোন দলের অন্তভূক্ত নয় একজন সংগীত শিল্পী হিসেবে পূর্বের ন্যায় সংগীতের কর্মকাণ্ড চালিয়ে যাবো। আমি সকলের দোয়া চাই।

গত ১০ বছর ধরে রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করছেন তিনি। তাই তার এমন সিদ্ধান্ত।

উল্লেখ্য, মনির খানের প্রত্যাশিত আসনটি জামায়াতকে ছেড়ে দিয়েছে বিএনপি। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭