ওয়ার্ল্ড ইনসাইড

তাজমহল দেখতে গুনতে হবে বাড়তি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/12/2018


Thumbnail

ভারতের আগ্রার বিখ্যাত তাজমহল রক্ষায় সমাধি ক্ষেত্রটিতে প্রবেশের টিকেটমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। স্থানীয় সময় আজ সোমবার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাজমহলের মূল সমাধি যারা দেখতে চান তাদের ২০০ রুপি মূল্যের বাড়তি একটি টিকেট কিনতে হবে। এর ফলে মূল সমাধিটি দেখতে ভারতীয় দর্শনার্থীদের মোট খরচ হবে ২৫০ রুপি। সার্ক দেশগুলোর পর্যটকদের খরচ হবে ৭৪০ রুপি। অন্যদিকে সার্কের বাইরের বিদেশি পর্যটকদের খরচ হবে ১ হাজার ৩০০ রুপি।

তাজমহলে প্রবেশের টিকেটমূল্য বৃদ্ধি পাওয়ায় এর দর্শণার্থীর সংখ্যা কমবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভারতীয় দর্শণার্থীদের যারা ৫০ রুপির টিকেট কিনবেন তারা মূল সমাধিতে প্রবেশ করার অনুমতি পাবেন না। কিন্তু তারা তাজমহলের চারপাশে ঘুরতে পারবেন এবং পেছনের অংশে গিয়ে যমুনা নদীর তীর থেকে তাজমহল দেখতে পারবেন। অতিরিক্ত ২০০ রুপির টিকিট কিনলেই তারা তাজমহলের ভেতরে প্রবেশ করতে পারবেন। বিদেশি ও সার্ক দেশগুলোর পর্যটকদের ক্ষেত্রও একই নিয়ম প্রযোজ্য হবে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭