ওয়ার্ল্ড ইনসাইড

চার বছর পর গণতন্ত্র ফিরছে থাইল্যান্ডে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2018


Thumbnail

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ২৪ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে তারা। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ তথ্য জানিয়েছে থাই নির্বাচন কমিশন। এর মাধ্যমে দীর্ঘ চার বছরের সামরিক শাসনের পর দেশটিতে গণতন্ত্র ফিরবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি রাজনৈতিক কর্মকান্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় থাইল্যান্ডের সামরিক সরকার। এরপরই নির্বাচনের তারিখ নির্ধারণ করলো দেশটির নির্বাচন কমিশন।

২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার দুর্নীতির বিরুদ্ধে কয়েক মাস ধরে বিক্ষোভ করে থাইল্যান্ডের জনগণ। দেশের বিভিন্ন অঞ্চলে সিনাওয়াত্রাপন্থি ও সিনাওয়াত্রা বিরোধিদের মধ্যে সহিংসতাও ছড়িয়ে পড়ে। ওই বছরের মে’তে ক্ষমতা দখল করে সামরিক সরকার। এরপরই রাজনৈতিক কর্মকান্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তারা।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭