ওয়ার্ল্ড ইনসাইড

অস্ত্রের বাজার দাপিয়ে বেড়াচ্ছে কারা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2018


Thumbnail

২০১৭ সালে সারাবিশ্বে অস্ত্র বিক্রির ৫৭ শতাংশই করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানেই আছে রাশিয়া। সুইডেনভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।

এসআইপিআরআই’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে সারা বিশ্বে ৩৯৮ দশমিক ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র আয় করেছে ২২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। ২০১৬ সালের তুলনায় যুক্তরাষ্ট্রের অস্ত্রের বিক্রি বেড়েছে শতকরা দুই শতাংশ। অস্ত্র বিক্রেতা শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে ৪২টিই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বলে জানিয়েছে এসআইপিআরআই। দেশটির লকহিড মার্টিন কোম্পানি ৪৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে তালিকার শীর্ষে রয়েছে।

অস্ত্র বিক্রিতে দ্বিতীয় স্থানে আছে রাশিয়া। ২০১৭ সালে রুশ কোম্পানিগুলো শতকরা ৯ দশমিক ৫ ভাগ অস্ত্র বিক্রি করেছে। এর আর্থিক মূল্য প্রায় ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলার।

এসআইপিআরআই এর তথ্য অনুযায়ী বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র বিক্রেতা রাষ্ট্র যুক্তরাজ্য। গত বছর ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি তারা। এসআইপিআরআই’র ২০১৬ সালের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দেশটি।

এসআইপিআরআই এর প্রতিবেদনে চীনের কোনো তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের প্রতিবেদনে এটা স্পষ্টভাবেই উঠে এসেছে যে, যুক্তরাষ্ট্রই এককভাবে অস্ত্রের বাজার নিয়ন্ত্রণ করছে। তবে রাশিয়াও খুব দ্রুতই উঠে আসছে। মূলত ২০১১ সাল থেকেই রুশ প্রতিষ্ঠানগুলোর অস্ত্র বিক্রি বাড়ছে বলে জানা গেছে।


বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭