ইনসাইড গ্রাউন্ড

বোলিংয়ে এসেই জুটি ভাঙলেন রুবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2018


Thumbnail

দ্বিতীয় উইকেট জুটিতে ক্যারিবীয় টপ অর্ডার ব্যাটসম্যান শাই হোপ ও ড্যারেন ব্রাভো ৬৫ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত্তি তৈরি করে দিচ্ছিলেন। টাইগার বোলার রুবেল হোসেন বল হাতে এসেই প্রথম ওভারেরে চতুর্থ বলে ড্যারেন ব্রাভোকে বোল্ড করে ভাঙলেন জুটি।৪৩ বলে ২৭ রানের ইনিংস খেলেন ব্রাভো।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের তিন অর্ধশতকে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে টাইগাররা সংগ্রহ করে ৭ উইকেটে ২৫৫ রান। সাকিব ৬২, মুশফিক ৬৫ ও তামিম ৫০ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে পেসার ওশানে থমাস ৫৪ রানে নেন ৩ উইকেট।  প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়েই একাদশ সাজায় টাইগাররা।

২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। নিজের ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলেই ক্যারিবীয় ওপেনার চন্দরপল হেমরাজকে লেগ  বিফরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। ৬ বল মোকাবেলায় ৩ রানে ফেরেন হেমরাজ।

স্কোর:

বাংলাদেশ- ২৫৫/৭ (৫০ ওভার) মুশফিক ৬৫, সাকিব ৬২, তামিম ৫০; থমাস ৩/৫৪

ওয়েস্ট ইন্ডিজ-৭০/২ (১৭ ওভার)   

 

বাংলা ইনসাইডার/এজেএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭