ইনসাইড বাংলাদেশ

হাতে ধানের শীষ, মুখে বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2018


Thumbnail

ঐক্যফ্রন্টের মৌলভীবাজার-২  আসনে  ধানের শীষের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধুর কর্মী। আমরা মুক্তি সংগ্রামের কর্মী। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে বীর উত্তম মেজর জেনারেল জিয়াউর রহমান ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’

সোমবার কুলাউড়ার ডাকবাংলোতে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে এক নির্বাচনী জনসভায় সুলতান মোহাম্মদ মনসুর এসব কথা বলেন। সাবেক আওয়ামী লীগের এই নেতা মুখে বঙ্গবন্ধুর কথা বললেও এসময় তার হাতে ধানের শীষ দেখা যায়।

সুলতান মনসুর বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্থপতি। তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। বাংলাদেশের সংবিধান যদি মানেন তাহলে এই সত্যগুলোকে কেউ অস্বীকার করতে পারবেন না।’

সুলতান মোহাম্মদ মনসুর আরও বলেন, কুলাউড়ার মানুষ ১২ বছর যাবত আমার সেবা থেকে বঞ্চিত হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে কুলাউড়া আওয়ামী লীগ এককভাবে আমার নাম দিয়েছিল। কিন্তু যারা বাংলাদেশে আজ লুটপাট করছে, তারাই কুলাউড়ার এই মানুষদের আমার সেবা থেকে বঞ্চিত করেছে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭