ওয়ার্ল্ড ইনসাইড

এজেন্টের মাধ্যমেও ভিসা ফি পরিশোধ করা যাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/04/2017


Thumbnail

এখন থেকে বিদেশি দূতাবাসের অনুমোদিত এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন ফি পরিশোধ করতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশে দূতাবাস নেই এমন দেশ চাইলেও এজেন্ট নিয়োগ দিয়ে এসব ফি সংগ্রহ করে নিজ দেশে নিতে পারবে। 

রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালা অনুযায়ী সরাসরি দূতাবাস ছাড়া অন্য কারো মাধ্যমে ভিসা আবেদন বা প্রক্রিয়াকরণ ফি সংগ্রহ করে তা দেশের বাইরে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোতি লাগে। তবে সৌদি আরবসহ অনেক দেশের দূতাবাস এজেন্ট নিয়োগ দিয়ে এধরনের কাজ করতে চায়। এমন প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭