ইনসাইড গ্রাউন্ড

হোপ-স্যামুয়েলসের জুটিতে রানের চাকা সচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2018


Thumbnail

অভিজ্ঞ মারলন স্যামুয়েলসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে শাই হোপ মিলে গড়েন অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি। তাদের জুটিতে জয়ের পথে ভালোভাবেই এগোচ্ছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নেমে হোপ তুলে নেন ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি। ৬২ রানে ব্যাট করছেন হোপ। উইকেটের অপর প্রান্তে ২১ রান নিয়ে ব্যাট করছেন অভিজ্ঞ মারলন স্যামুয়েলস।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের তিন অর্ধশতকে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে টাইগাররা সংগ্রহ করে ৭ উইকেটে ২৫৫ রান। সাকিব ৬২, মুশফিক ৬৫ ও তামিম ৫০ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে পেসার ওশানে থমাস ৫৪ রানে নেন ৩ উইকেট।  প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়েই একাদশ সাজায় টাইগাররা।

২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। নিজের ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলেই ক্যারিবীয় ওপেনার চন্দরপল হেমরাজকে লেগ  বিফরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। ৬ বল মোকাবেলায় ৩ রানে ফেরেন হেমরাজ।

দ্বিতীয় উইকেট জুটিতে ক্যারিবীয় টপ অর্ডার ব্যাটসম্যান শাই হোপ ও ড্যারেন ব্রাভো ৬৫ রানের জুটি ভাঙেন  রুবেল হোসেন।  বল হাতে এসেই প্রথম ওভারেরে চতুর্থ বলে ড্যারেন ব্রাভোকে বোল্ড করেন তিনি। ৪৩ বলে ২৭ রানের ইনিংস খেলেন ব্রাভো।

স্কোর:

বাংলাদেশ- ২৫৫/৭ (৫০ ওভার) মুশফিক ৬৫, সাকিব ৬২, তামিম ৫০; থমাস ৩/৫৪

ওয়েস্ট ইন্ডিজ- ১২২/২ (২৯ ওভার)    

বাংলা ইনসাইডার/এজেএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭