ইনসাইড বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি শিকার বন্ধে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2018


Thumbnail

‘অতিথি পাখি নিধনকে না বলি, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র রক্ষা করি এই স্লোগানকে সামনে রেখে রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি শিকার বন্ধসহ অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধকরণ বিষয়ে জনসচেতনতামূলক র‌্যালী ও উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা গণমিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম, আজহার আলী, বিশ্বজিত সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।

র‌্যালি ও সভায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, গণমাধ্যমকর্মী, টাঙ্গুয়ার হাওরের কমিউনিটি গার্ড সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।

বাংলা ইনসাইডার/বিকে   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭