ইনসাইড বাংলাদেশ

‘খালেদা জিয়াকে নির্বাচন করতে দিলে সংবিধান লঙ্ঘন হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2018


Thumbnail

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াকে অংশ গ্রহণ করতে দিলে সংবিধান লঙ্ঘন করা হবে।’

আজ মঙ্গলবার খালেদা জিয়ার প্রার্থিতার বিষয়ে হাইকোর্টের একটি বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশের পর নিজ কার্যালয়ে এক সংবাদ সস্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এটা তো পূর্বনির্ধারিত বিষয় যে, কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কাজেই আমিতো প্রথম থেকেই বলে আসছি কোনো আদালত এ রকম আদেশ প্রদান করতে পারেন না। যে আদেশের ফলে সংবিধানের একটি বিধান অকার্যকর হয়ে যায়।’

অ্যাটর্নি জেনারেল এবিষয়ে বলেন, ‘খালেদা জিয়ার পক্ষে তিনটি রিট পিটিশন করা হয়েছিল। রিট আদেশে হাইকোর্ট দ্বিমত পোষণ করেছেন। যেহেতু দুজন বিচারপতি ঐকমত্যে পৌঁছাতে পারেননি, তাই বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতির কাছে গেলে তিনি পরবর্তী বেঞ্চ নির্ধারণ করে দেবেন।’   

তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে আদালতে আসতে পারেন। আবার দুর্নীতির দায়ে দণ্ডিত কোনো ব্যক্তি নির্বাচনের যোগ্য ঘোষণা করার আদেশে যে কেউ সংক্ষুব্ধ হয়ে আদালতে আসতে পারেন। কারণ সংবিধানের বিধিবিধান সম্মত রাখা সবারই দায়িত্ব। এটা রাষ্ট্রেরও দায়িত্ব। আমি এ বিষয় নিয়ে ইসি’র সঙ্গে কথা বলব।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭