ইনসাইড পলিটিক্স

ঢাকা-৪ এ কঠিন চ্যালেঞ্জ এর মুখে বাবলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2018


Thumbnail

ঢাকা-৪ আসনে কঠিন চ্যালেঞ্জ এর মুখে পড়েছেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা।  মহাজোটের হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনেও মহাজোটের প্রার্থী হিসেবে এ আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। এবার আওয়ামী লীগের দুই প্রার্থী মোঃ আওলাদ হোসেন এবং এডভোকেট সানজিদা ইসলাম একাট্টা হয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান জাপা প্রার্থী বাবলাকে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন না দিতে।  শেষ মুহূর্তে জাতীয় পার্টির অনড় মনোভাবের কারণে বাবলাই হন মহাজোটের চূড়ান্ত প্রার্থী আর নির্বাচন থেকে ছিটকে পড়েন আওয়ামী লীগের এডভোকেট সানজিদা এবং ড. মোঃ আওলাদ হোসেন।

কিন্তু নির্বাচনী মাঠে কোনভাবেই দাঁড়াতে পারছেন না জাপা প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা নির্বাচনী মাঠ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছেন। জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি দুর্বল হওয়াতে তারাও বেশ বেকায়দায় রয়েছে এ আসনে। আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী জানান, বিগত দিনে বাবলা বাহিনীর অত্যাচারে আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনেককেই আবার জেল-নির্যাতন সইতে হয়েছে। এসব বাস্তবতায় জাপার প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলাকে কোনভাবেই মানতে পারছে না আওয়ামী লীগের নেতা-কর্মীরা।  আর এ আসনে বিএনপির প্রার্থী নবীউল্লাহ নবী খুব শক্ত প্রার্থী। এলাকাবাসীর ধারণা, মহাজোটের প্রার্থী বাবলার পক্ষে শেষ পর্যন্ত যদি আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ না করে তাহলে কঠিন চ্যালেঞ্জ এর মুখেই পড়তে হবে বাবলাকে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭