ইনসাইড পলিটিক্স

সিঙ্গাপুর থেকে এরশাদের বার্তা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2018


Thumbnail

সিঙ্গাপুরে উচ্চতর চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর থেকে  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের বার্তা দিয়েছেন ‘‘অপেক্ষা করো-রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’’। এমন বার্তায় হঠাৎ করেই প্রার্থীরা অনেকটা নড়েচড়ে বসেছেন।

মহাজোটের বাইরে লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির ১৪২জন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াই করছেন। অধিকাংশ প্রার্থীরাই দ্বিধা এবং সংশয়ে রয়েছেন পার্টি প্রধান দেশের বাইরে থেকে এমন বার্তা কেন দিলেন? অনুসন্ধান করে জানা গেছে, বিএনপি যদি কোন কারণে নির্বাচন বর্জন করে তাহলে জাতীয় পার্টির প্রার্থীরাই মাঠে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরশাদের সফরসঙ্গী হিসেবে সিঙ্গাপুরে অবস্থারত পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু জানান, ভোটের  রাজনীতিতে জাতীয় পার্টি ফ্যাক্টর। তার মতে, মহাজোট জাতীয় পার্টির সাথে যে অবিচার করেছে তাতে করে পার্টি চেয়ারম্যান চরম বিক্ষুব্ধ। তিনি জানান,  ঢাকা-১৭ আসনে এরশাদকে এবার লড়াই করতে হবে এক সময়ে তার দলের মহাসচিব নাজিউর রহমান মঞ্জুর ছেলে এক্যফ্রন্ট প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর সাথে। এটি তার জন্য খুবই অসম্মানের। তাছাড়া ঐ আসনে অন্য দুটি দলের প্রধান বিএসএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং তৃলমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিষ্টার নাজমুল হুদা। এছাড়া আওয়ামী লীগ প্রার্থী নায়ক ফারুক তো আছেনই। আর এসব কিছু মিলে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের মনে দোলাচল রয়েছে। নির্বাচনের আগ মুহুর্তে কৌশলী এরশাদ যে কোন হঠকারী সিদ্ধান্ত নিয়ে পারেন বলে মনে করছেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।


বাংলা ইনসাইডার 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭