ইনসাইড গ্রাউন্ড

শেষ ম্যাচে জয় পাবে টাইগাররা, আশা মাশরাফির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2018


Thumbnail

তীরে এসে তরি ডোবার ঘটনা নতুন নয় বাংলাদেশ ক্রিকেট দলের।  এবারও অগণিত দর্শককে হতাশ করে মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল ২ বল বাকি থাকতে উইন্ডিজের কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ।  তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, এটিই শেষ নয় বরং শেষ ম্যাচে জিতে প্রত্যাশিত সিরিজ ঘরে রাখবে রাখবে তার দল।

শুরুতে সমীকরণ ছিল এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে মাশরাফিবাহিনী। প্রথম ম্যাচ জিতে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে ওঠে তারা। কিন্তু ২য় ওয়ানডেতে ক্যারিবিয়ানরা বুঝিয়ে দেয় তাদের শক্তিমত্তা।  শাই হোপের ব্যাটিং তাণ্ডবে ২য় ম্যাচের পরাজয় যেন নতুন অশনি বার্তা বহন করে এনেছে টাইগারদের জন্য।  এখন লক্ষ্য সিলেট।  শেষ ম্যাচে জয় না পেলে খোয়াতেই হবে সিরিজটি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে মাশরাফি বলেন, ‘শেষদিকে দুই দলেরই সমান সুযোগ ছিল।  কিন্তু আমরা চাপ সামলাতে পারিনি।  একটি ম্যাচ এখনও বাকি আছে।  আশা করি আমরা জয়ের ধারায় ফিরবো।’

মূলত হারের পেছনে দুটি কারণকে দায়ী করছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  তার মতে, ব্যাটিংয়ে শেষদিকে যথেষ্ট রান না আসা ও ফিল্ডিংয়ে ক্যাচ মিসের মহড়াই বাংলাদেশকে জয় বঞ্চিত করেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয়, হারের কারণ দুটি।  ১৫-২০ রান আরও বেশি হওয়া উচিত ছিলো।  বিশেষ করে তামিম-সাকিব ব্যাটিং করলে রান তিনশ’র কাছে যাওয়ার সুযোগ ছিলো।’

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ আউট হওয়ার পর রানের গতি শ্লথ হয়ে গিয়েছিল-এমনটি উল্লেখ করে মাশরাফি বলেন, ‘রিয়াদ-সাকিব যখন ব্যাটিং করছিলো ৪১ ওভার হয়ে গিয়েছিলো। ওরা যদি আরও ৬-৭ ওভার ব্যাটিং করতো রান ২৭০-২৮০ হয়ে যেতো, তাতে সুবিধা হতো।’

একইসঙ্গে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্যাচ মিসকেও।  তিনি বলেন, ‘ফিল্ডিংয়ে অবশ্যই ক্যাচ ড্রপগুলোর জন্য আমাদের মূল্য দিতে হয়েছে।  পলের ক্যাচ দুটো পরপর ড্রপ না হলে এবং কেমার রোচ এলে ওদের জন্য স্ট্রাইক রোটেট কষ্টকর হয়ে যেতো।’

তবে ক্যারিবীয় ব্যাটসম্যান শাই হোপকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি ‘নড়াইল এক্সপ্রেস’।  একইসঙ্গে রয়ে গেছে ভালো শুরু করেও জয় দিয়ে ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপ।  সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।  নতুন ভেন্যু হলেও সেখানেও ভালো করার ব্যাপারে আত্মপ্রত্যয়ী মাশরাফি, ‘এখনও আমি মনে করি আমাদের দেশেই খেলা।  তাই সুযোগটি নিতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

আগামী ১৪ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেটে, যে ম্যাচে নির্ধারিত হবে সিরিজ জয়-পরাজয়।

বাংলা ইনসাইডার/ ডিএম/এমআর 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭