ইনসাইড বাংলাদেশ

সেই চা দোকানিকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2018


Thumbnail

কোটালীপাড়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল। এই বোমা প্রথম একজন চা দোকানি দেখতে পায়। চা দোকানদার এই বোমা খুঁজে পাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় প্রাণে বেঁচে যান। ১৮ বছর পূর্বে ঘটা এই ঘটনার জন্য শেখ হাসিনা আজকের জনসভায় সেই চা দোকানিকে ধন্যবাদ জানান।   

আজ নির্বাচনী প্রচারণার প্রথম জনসভায় শেখ হাসিনা বলেন, ‘আমাকে মারার জন্য এই কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছিল। যে বোমা পুঁতেছিল সেও কোটালীপাড়ার সন্তান। কিন্তু যে বোমা খুঁজে পেয়েছিল সে একজন চায়ের দোকানদার। আমি ওই সময় প্রাণে বেঁচে গিয়েছি। যে চা দোকানদার বোমা উদ্ধার করেছিল আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি জানি সে আজকে এই জনসভায় উপস্থিত আছে।’

প্রসঙ্গত, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ করার কথা ছিল। ওই সমাবেশের প্যান্ডেল তৈরির সময়ে ২০ জুলাই কলেজের পাশ থেকে ৭৬ কেজি ওজনের শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ।

বাংলা ইনসাইডার/আরকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭