ইনসাইড গ্রাউন্ড

সবার উপরে মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2018


Thumbnail

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই প্রথম বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে ম্যাচ খেলেছেন। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের হয়ে সর্বোচ্চ সংখ্যক ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করে হাবিবুল বাশারের পাশে নিজের নাম বসিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার মাশরাফি ছাড়িয়ে যাবেন টাইগারদের সাবেক সফল অধিনায়ক বাশারকেই। আগামী ১৪ ডিসেম্বর সিলেটে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রঙিন জার্সিতে টাইগারদের সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়বেন ম্যাশ।

মাশরাফির আগে বাংলাদেশের হয়ে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৬৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার নেতৃত্বেই ২০০৫ সালে প্রথমবারের মতো কোন দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ টাইগাররা জিতেছিল ৩-২ ব্যবধানে। আগামী ১৪ ডিসেম্বর হাবিবুল বাশারকে টপকে যাবেন মাশরাফি। হাবিবুল বাশার টাইগারদের ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাশরাফি ৬৯ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার মাইলফলক স্পর্শ করেন।

সফলতার দিক দিয়ে বাশারের চেয়ে অনেক এগিয়ে মাশরাফি। হাবিবুল বাশারের নেতৃত্বে ৬৯ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ২৯টিতে। বাকি ৪০ ম্যাচেই পরাজয় বরণ করে মাঠ ছেড়েছিল টাইগাররা। অপরদিকে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে ৩৯টি ম্যাচেই জয়ী হয়েছে মাশরাফির বাংলাদেশ। মাশরাফির অধিনায়কত্বে মাত্র ২৮ ম্যাচে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে ওয়ানডেতে ৫০ কিংবা তার বেশি অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ২৬ হারের বিপরীতে টাইগাররা পেয়েছে ২৩ জয়।

তবে রেকর্ড মনে না রেখে দলের ভালো খেলার দিকেই নজর মাশরাফির। ২০০তম ম্যাচের আগেও সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ‘আমার আসলে এসবে খেয়াল নেই। আমি আগেও বলেছি, এইগুলো আমাকে স্পর্শ করে না। এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের হয়ে ম্যাচ জেতা। ম্যাচের উপরে আর কিছুর গুরুত্ব একেবারেই নেই। এসব চিন্তা করে খেলার সুযোগ নেই। আমাদেরকে জিততে হবে এটাই।’

২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত মাশরাফি খেলেছেন ২০১ ওয়ানডে। ২৫৬ উইকেট নিয়ে রঙিন পোশাকে টাইগারদের সর্বোচ্চ উইকেট শিকারীও নড়াইল এক্সপ্রেস।

আগামী ১৪ ডিসেম্বর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পূর্বসূরী হাবিবুল বাশারকেও ছাড়িয়ে যাবেন মাশরাফি। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্বের মুকুট থাকবে ম্যাশের মাথায়।

বাংলা ইনসাইডার/এজেএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭