ইনসাইড বাংলাদেশ

‘মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতিহত করতে নৌকায় ভোট দিন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2018


Thumbnail

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের প্রতিহত করতে নৌকায় ভোট দিতে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ বিকেল সাড়ে চারটার কিছু পর কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের প্রতিহত করতে এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে যারা হাত মিলিয়েছে তাদের রুখতে নৌকায় ভোট দিতে হবে।’

শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, ‘আমাকে মারার জন্য কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছিল। যে বোমা পুঁতেছিল সেও এই কোটালীপাড়ার সন্তান। কিন্তু যে বোমা খুঁজে পেয়েছিল সে একজন চায়ের দোকানদার। আমি ওই সময় প্রাণে বেঁচে গিয়েছি। যে চা দোকানদার বোমা উদ্ধার করেছিল আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি জানি সে আজকে এই জনসভায় উপস্থিত আছে।’

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘শুধু এখানেই নয়। আমাকে মারার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, তবুও মৃত্যুকে ভয় করিনি। কোন ষড়যন্ত্রকে ভয় করিনি। নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল, আমার বাবার মতো বাংলার মানুষের জন্য কাজ করছি। আমার লক্ষ্য ছিল মানুষের জন্য স্বাধীনতার সুফল নিশ্চিত করা। এ কারণে যতই ষড়যন্ত্র হোক আমি ভয় পাইনি।’

বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, ‘আমার পিতার হত্যাকাণ্ডের পর আমি দেশে আসতে পারিনি। আমি যেন দেশে আসতে না পারি সে জন্য আমাকে নানা রকম বাধা দেওয়া হয়েছ। ১৯৮১ সালে যখন আমি দেশে আসি, তখন আমি নিঃস্ব-রিক্ত। আপনাদের মাঝেই খুঁজে পেয়েছিলাম আমার হারানো বাবা মায়ের স্নেহ।’

আজকের নির্বাচনী জনসভার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন। এই আসন থেকে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭