ইনসাইড গ্রাউন্ড

চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলোর ভরাডুবির দিনে সিটির জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/12/2018


Thumbnail

গত রাতে চ্যাম্পিয়ন্স লিগে বেশ কয়েকটা অঘটন দেখলো ফুটবল বিশ্ব। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি জিতলেও হেরে গেছে ম্যানইউ, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ ও রোমা। ড্র করেছে বায়ার্ন মিউনিখ। 

ঘরের মাঠে হফেনহেইমের বিপক্ষে পিছিয়ে পড়েও লেরয় সানের জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানসিটি।  ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এফ গ্রুপে টেবিলের শীর্ষে থেকেই শেষ ১৬ নিশ্চিত করেছে সিটিজেনরা।  

ঘরের মাঠে বড় ধাক্কা খেয়েছে রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সিএসকে মস্কোর কাছে ০-৩ গোলের ব্যবধানে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।  মস্কোর হয়ে গোল তিনটি করেন ফেদর চেলভ, জর্জি শেনিকভ ও আর্নর সিগুর্ডসেন।  জি গ্রুপের অন্য ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনের কাছে হেরে গেছে এ এস রোমা।  ৬ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে রিয়াল মাদ্রিদ।  দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৯। 

এইচ গ্রুপ থেকে প্রতিপক্ষের মাঠে হেরে গেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির অন্যতম সেরা ক্লাব জুভেন্টাস।  দুই দলের হারেও রয়েছে অদ্ভূত মিল।  দুই দলই হেরে গেছে ২-১ ব্যবধানে।  দুই দলই প্রথমে ২ গোলে পিছিয়ে পড়ে পরবর্তীতে এক গোল শোধ করতে সক্ষম হয়।  ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ার পর ম্যানইউয়ের হয়ে গোলটি করেন মার্কাস রাশফোর্ড।  অপরদিকে ইয়ং বয়েজের মাঠে জুভেন্টাসের হয়ে সান্ত্বনার গোলটি করেন পাওলো দিবালা। সহায়তায় ছিলেন ক্রিশ্চিয়ানোর রোনালদো। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা ম্যানইউ। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের সংগ্রহ ১২ পয়েন্ট। 

দিনের অপর ম্যাচে আয়াক্সের বিপক্ষে নানা নাটকীয়তা শেষে ৩-৩ গোলে ড্র করেছে বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখ। মিউনিখের হয়ে রবার্ট লেফানডস্কি জোড়া গোল করলেও লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন টমাস মুলার।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭