ওয়ার্ল্ড ইনসাইড

উৎরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/12/2018


Thumbnail

নেতৃত্বের প্রশ্নে দলীয় পার্লামেন্ট সদস্যদের আস্থা ভোটে উৎরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। স্থানীয় সময় বুধবার রাতে এই ভোটাভুটিতে ৬৩ শতাংশ সদস্যের সমর্থন পেয়েছেন মে। এর ফলে আগামী এক বছর দলের নেতৃত্ব প্রশ্নে তাকে আর কোনো বাধার মুখে পড়তে হবে না বলে মনে করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২০০ জন থেরেসাকে পার্টির নেতৃত্ব থেকে এখনই সরিয়ে দেওয়ার বিপক্ষে রায় দিয়েছেন। তবে এরমধ্যে থেকে ১১৭ জনই জানিয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়নে ব্রিটেনের নেতা হিসেবে তারা আর থেরেসা মে’কে যোগ্য ব্যক্তি বলে মনে করতে পারছেন না।
দলীয় আস্থা ভোটে হেরে গেলে থেরেসা মে’কে দলের নেতৃত্ব থেকে সরে যেতে হত। একই সঙ্গে হারাতে হতো ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ। এই ভোটে জয়ী হয়ে এ যাত্রা টিকে রইলেন মে। তবে ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন, আগামী নির্বাচনের আগেই পদত্যাগ করে নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।


বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭