ওয়ার্ল্ড ইনসাইড

কানাডাকে আবারো পাটকেল ছুড়লো চীন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/12/2018


Thumbnail

মাইকেল স্প্যাভোর নামের এক কানাডীয় ব্যবসায়ী চীনে নিখোঁজ হয়েছেন। চীন তাকে আটক করেছে বলে ধারণা করছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিগ বেইজিংয়ে আটক হওয়ার পরপরই স্প্যাভোর নিখোঁজের বিষয়টি জানা গেল। এই অবস্থায় এমন প্রশ্ন উঠছেই, স্প্যাভোরকে আটকের মাধ্যমে কানাডাকে দ্বিতীয় পাটকেলটি ছুড়লো চীন?

গত ১ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে গ্রেপ্তার হন চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়াংঝৌ। তিনি শুধু হুয়াওয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাই নন, কোম্পানিটির প্রতিষ্ঠাতার মেয়েও বটে। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে অটোয়া। গত মঙ্গলবার ওয়াংঝৌকে জামিন দিয়েছে কানাডার একটি আদালত। তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে কিনা, তা নিয়ে কানাডায় মামলা চলছে। এর জের ধরে বর্তমানে চীন এবং কানাডার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭