ইনসাইড পলিটিক্স

কামালের পকেটে টাকা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/12/2018


Thumbnail

ড. কামাল হোসেন সিলেটে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করতে গিয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের নিয়ে। মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা শুরু করেন। মাজারে নিয়ম হলো, ওখানে রাজনৈতিক দল বা গণমান্য ব্যক্তিবর্গ গেলে অনুদান করেন। সেই অনুদানকৃত টাকা দিয়েই মাজারের রক্ষনাবেক্ষন করা হয়। কামাল হোসেন যখন মাজারে গেলেন, তখন তাঁর কাছে সহায়তা চাওয়া হয়। এটাই সেখানকার সাধারণ ব্যাপার। তখন ড. কামাল হোসেন তাঁর পকেট হাতড়ে দেখান যে কোন টাকা নেই। মানিব্যাগেও টাকা নেই। তখন তিনি পাশে থাকা নেতাকর্মীদের বলেন যেন  মাজারে কিছু টাকা দেয়। সেসময় বিএনপির একজন স্থানীয় নেতা ওই মাজারের জন্য পাঁচ হাজার টাকা দেন।

এ সময় ঐক্যফ্রন্টের এক নেতা মন্তব্য করেন, কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা, তাঁর পকেটে কোন টাকা নেই! টাকা ছাড়াই তিনি সিলেটে এসেছেন।

জানা যায়, সিলেট সফরে প্লেনের টিকিট খাওয়া দাওয়া সবকিছুই বিএনপি বহন করছে।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭