ইনসাইড আর্টিকেল

হায়ার স্টাডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2017


Thumbnail

হায়ার স্টাডি
একদিন পাহাড়ে উঠেই একমনে বই পড়তে শুরু করল মন্টু মিয়া। তা দেখে এক লোক এসে জিজ্ঞেস করলেন, ব্যাপার কী ভাই, এই পাহাড়ে উঠে আপনি বই পড়ছেন? ভারি তাজ্জব ব্যাপার তো! মন্টু মিয়া চোখের সামনে থেকে বইটা সরিয়ে বলল, তাজ্জব ব্যাপার মানে! দেখছেন না, আমি হায়ার স্টাডি করছি!

জ্যাম আর জেলি
ছাত্রদের শিক্ষক বলছেন। ভিড়ে রাস্তা গাড়ি আটকে যাওয়াকে কী বলে?
ছাত্র : জ্যাম।
শিক্ষক : আর রাস্তা পরিষ্কার থাকলে?
ছাত্র : অ্যা…ইয়ে…বোধ হয় জেলি।

ভবিষ্যতের কথা
শিক্ষক ক্লাসে ঢুকেই সঞ্জুকে বললেন, ‘আচ্ছা সঞ্জু, বলো তো মানুষ কি কখনো ভবিষ্যতের কথা বলতে পারে?’
সঞ্জু: হ্যাঁ স্যার, আমার মা-ই তো পারেন।
শিক্ষক: বলো কী! এটা কী করে সম্ভব!
সঞ্জু: আমার পরীক্ষার ফলপত্র দেখলেই তো মা বলতে পারেন বাবা বাসায় এলে আমার কী হবে!

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭