ইনসাইড পলিটিক্স

জিয়ার মাজারে যাবেন না ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/12/2018


Thumbnail

১৬ ডিসেম্বরে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচী নিয়ে গত বৃহস্পতিবার ড. কামাল হোসেনের বাসভবনে আলোচনা হয়। সেই আলোচনায় বিজয় দিবসে উপলক্ষে ড. জাফরুল্লাহ চৌধুরী একটি প্রস্তাব করেন। প্রস্তাবে বলা হয়, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সব নেতারা ওইদিন ৩২ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পরে জিয়াউর রহমানের মাজারে গিয়েও কবর জিয়ারত করা হবে।‘

এটা যদি হয়। তাহলে সেটা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। জাফরুল্লাহ চৌধুরী বলেন যে, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিজয়। সেখানে এই দুজনারই অবদান রয়েছে। বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য এবং জিয়াউর রহমানও একজন বীর উত্তম।’ কিন্তু এমন প্রস্তাব কামাল হোসেন নাকচ করে দেন। তিনি বলেন যে, ‘আমি জিয়াউর রহমানের মাজারে যেতে পারি না। এটার প্রতি আমার ভিন্নমত আছে।’

কামাল বলেন, বিএনপির সঙ্গে যে ঐক্য করা হয়েছে সেটা শুধু নির্বাচনের ঐক্য, সেটা কোন আদর্শিক ঐক্য নয়। জিয়াউর রহমানকে মেনে নিয়ে বা তাকে স্বাধীনতার ঘোষক মনে করে এই ধরনের ঐক্য করা হয়নি। এটা করা হয়েছে শুধুমাত্র দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। এ ধরনের রাজনৈতিক স্টান্টবাজি করলে জনগণ বিভ্রান্ত হবে।’

কামাল হোসেনের এমন বক্তব্যের ফলে এই প্রস্তাবটি নাকোচ হয়ে যায়।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭