ইনসাইড পলিটিক্স

নিজের আইনজীবীদেরকেই সন্দেহ করছেন খালেদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/12/2018


Thumbnail

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবছরের ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না জেনেও তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়াকে আশ্বাস দেওয়া হয়েছিল তিনি নির্বাচন করতে পারবেন। তিনজন আইনজীবী খালেদার সঙ্গে দেখা করে বলেছিল, এই বিষয়ে হাইকোর্টের আদেশ আছে, কাজেই আপনার নির্বাচন করতে কোন অসুবিধা হবে না। বেগম খালেদা জিয়া তাঁদের এই কথায় বিশ্বাস করেছিলেন। এ প্রেক্ষিতেই খালেদা জিয়ার পক্ষে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে আইনি লড়াইয়ে অন্যরা উতরে গেলেও বেগম খালেদা জিয়া নানা জটিলতায় আটকে আছে।

বেগম খালেদা জিয়া মনে করছেন, তার আইনজীবীরা তার বিষয়ে যথাযথ ভূমিকা পালন করছেনা। তার জামিন, মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবেলা এবং সর্বশেষ তার নির্বাচনের ক্ষেত্রে আইনজীবীদের সীমাহীন ব্যর্থতার জন্য ক্ষুব্ধ হয়েছেন বেগম খালেদা জিয়া। গতকাল কারাগারে খালেদা জিয়ার ভাই এবং বোন দেখা করতে গেলে, তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে, তোমরা কি আইনজীবীদের ফিস দিচ্ছো না। আমাদের দলে যদি ভালো আইনজীবী না থাকে তাহলে ফিস দিয়ে অন্য কোন ভালো আইনজীবী নিয়োগ দাও। অন্যরা হাইকোর্টে মামলা করে মনোনয়নপত্র ফেরত পাচ্ছে, আমার ক্ষেত্রে বিভক্ত রায় আবার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে আসছে। সরকারের সঙ্গে যোগসাজশ করে কি আমার আইনজীবীরা আমাকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে?

জানা গেছে, জেল থেকে বের হয়েই খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার বেগম খালেদার নির্বাচনের বিষয়ে আইনী লড়াইয়ের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেন।

বাংলা ইনসাইডার/আরকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭