ওয়ার্ল্ড ইনসাইড

কলকাতায় প্রথমবারের মত মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2017


Thumbnail

বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা এবার যাচ্ছে ওপার বাংলায়। এই প্রথম কলকাতার রাস্তায় পহেলা বৈশাখে অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা।

আয়োজকরা আশা করছেন, যাদবপুর থেকে ঢাকুরিয়া পর্যন্ত এই শোভাযাত্রায় জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সাধারণ মানুষজন অংশ নেবেন।

এরই মধ্যে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

শোভাযাত্রা উপলক্ষে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছেন অসংখ্য শিল্পী। তাঁদের শিল্পকর্ম প্রদর্শিত হবে শোভাযাত্রায়। রাস্তা জুড়ে আঁকবেন শিল্পীরা। চলবে গান, নাটক ও কবিতা। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অপেক্ষা পয়লা বৈশাখের সকালের।


বাংলা ইনসাইডার/এএ


 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭