ওয়ার্ল্ড ইনসাইড

জামাত গণতন্ত্রের জন্য হুমকি: মার্কিন কংগ্রেসম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2018


Thumbnail

জামায়াতে ইসলামী বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন কনগ্রেসম্যান জিম ব্যাঙ্কস। গতকাল শুক্রবার ওয়াশিংটনে আয়োজিত ‘স্ট্যাবিলিটি, ডেমোক্রেসি অ্যান্ড ইসলামিজম ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

প্রভাবশালী কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস বলেন, ‘যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হোক। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য এই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চরমপন্থী সংগঠন জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনের জন্য বড় ধরনের হুমকি।’

জিম ব্যাঙ্কস আরো বলেন, ‘আমরা বাংলাদেশে জরিপ চালিয়ে দেখেছি ৭৬ শতাংশ বাংলাদেশি যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করে। বাংলাদেশের মানুষ অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের মানুষের এই মনোভাবকে সমর্থন করে।’

জামায়াত কোনো রাজনৈতিক দল নয় বলে উল্লেখ করে ব্যাঙ্কস বলেন, ১৯৪১ ভারতে জন্ম নেওয়া জামায়াত বাংলাদেশের কোনো দল নয়। জামায়াতের সঙ্গে পাকিস্তানের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। বাংলাদেশ জন্মের সময় জামায়াত ঘোর বিরোধী অবস্থানে থেকে প্রত্যক্ষভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে। অথচ এই জামায়াত বাংলাদেশের রাজনীতিতে এখনো প্রভাব বিস্তার করছে।’

‘স্ট্যাবিলিটি, ডেমোক্রেসি অ্যান্ড ইসলামিজম ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাটিতে জিম ব্যাঙ্কস ছাড়াও অংশ নেন লিবার্টি সাউথ এশিয়ার প্রতিষ্ঠাতা সেথ ওল্ডমিক্সন, ইসলামিস্ট ওয়াচের পরিচালক স্যাম ওয়েস্ট্রপ এবং সন্ত্রাসবাদ বিষয়ক অনুসন্ধানী কাজের বিশ্লেষক আভা শঙ্কর। হাডসন ইন্সটিটিউটের সিনিয়র ফেলো হুসাইন হাক্কানি এই সভার সঞ্চালনায় দায়িত্বে ছিলেন।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭