ইনসাইড পলিটিক্স

রুহুল আমিনকে শাসালেন এরশাদ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2018


Thumbnail

দলের ইশতেহার ঘোষণাকালে সিনিয়র কোন নেতা পাশে না থাকায় সদ্য বিদায়ী মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে শাসালেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

গতকাল চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এরশাদের বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার।  ইশতেহার ঘোষণাকালে একমাত্র তার পাশে উপস্থিত ছিলেন একজন প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী।  বাকিরা ছিলো পাটির ছোট ছোট পদধারী নেতা। 

অনেকটা অগোছালো অবস্থায় নির্বাচনী ইশতেহার ঘোষণা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং এরশাদের সহোদর জিএম কাদের।  তবে নয়া মহাসচিব মশিউর রহমান রাঙ্গা নিজ নির্বাচনী এলাকা রংপুরে থাকায় ইশতেহার ঘোষণায় উপস্থিত থাকতে পারেননি।

উপস্থিত সাংবাদিকরা জানান, জাপার ঘোষিত ইশতেহার নিয়ে অনেক প্রশ্নের উত্তরও দিতে পারেননি বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার। এরশাদ কবে নাগাদ দেশে ফিরবেন সাংবাদিকদের এমন প্রশ্নে এবিএম রুহুল আমিন জানান, স্যারের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে কবে ফিরতে পারবেন তা বলা কঠিন।

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭