ইনসাইড পলিটিক্স

‘ড. কামালকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ.স.ম. আবদুর রব বলেছেন, ‘ড. কামাল হোসেনকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে।’ বাংলা ইনসাইডারের সঙ্গে আলাপচারিতায় জেএসডি নেতা এই মন্তব্য করেন।

আ.স.ম. রব বলেন, ‘ড. কামাল হোসেন একজন প্রবীণ মানুষ। উত্তেজিত হলে তিনি রেগে যান। তিনি আমাদের মতো কৌশুলী নন। আওয়ামী লীগ কিছু সাংবাদিক লেলিয়ে দিয়েছে ড. কামালকে উত্তেজিত করার জন্য। যেন তিনি উত্তেজিত হয়ে উল্টাপাল্টা কোনো মন্তব্য করেন। এটা আওয়ামী লীগ লুফে নিতে পারে।’

শুক্রবারে শহীদ বুদ্ধিজীবী দিবসে একজন সংবাদকর্মীর সঙ্গে তাঁর বচসা নিয়ে কথা হচ্ছিল। ঐ দিন ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান। সেখানে একজন সংবাদকর্মী তাকে জামাতকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করলে ড. কামাল হোসেন উত্তেজিত হয়ে পড়েন।

আ.স.ম. রব বলেন, ‘এভাবে কথা বলাটা ড. কামালের ঠিক হয়নি। তিনি অন্যভাবেও, সাংবাদিককে বোঝাতে পারতেন।’ রব বলেন, ‘এর আগে ব্যারিস্টার মইনুল হোসেনকেও এভাবে উত্তেজিত করে ফাঁসানো হয়েছিল। আমি জানি আওয়ামী লীগ জনমত আমাদের বিপক্ষে নিতে কিছু সাংবাদিক লেলিয়ে দিয়েছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমি ড. কামাল হোসেনের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছি। আমাদের মাথা ঠাণ্ডা রাখতে হবে। সরকারের উস্কানিতে পা দেওয়া যাবে না।’

 

বাংলা ইনসাইডার/এসএইচ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭