ইনসাইড গ্রাউন্ড

আবারও আফ্রিকার সেরা সালাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2018


Thumbnail

টানা দ্বিতীয়বার বিবিসির সেরা আফ্রিকান ফুটবলারের পুরস্কার জিতলেন মোহামেদ সালাহ। সালাহর আগে কেবল একজনই টানা দুইবার এই খেতাব জিতেছিলেন। জে-জে ওকোচা প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার এই খেতাব জেতেন। বর্তমান ফুটবলারদের মধ্যে  ইয়া-ইয়া তোরে দুইবার এই মর্যাদাপূর্ণ খেতাব জিতেছিলেন।

পুরস্কার জেতার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লিভারপুল তারকা জানান, এই পুরস্কার জয়ের অনুভূতিই অন্যরকম। আমি দারুণ খুশি। আশা করি সামনের বছর আবারও জিততে পারবো।

উল্লেখ্য, গত মৌসুমে ৫২ ম্যাচে ৪৪ গোল করে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলেন সালাহ। তার কাঁধে চড়েই ২৮ বছর পর রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকিট পায় মিশর।

বাংলা ইনসাইডার/এজেএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭