ইনসাইড বাংলাদেশ

বেনাপোলে ৮ টি স্বর্ণবার উদ্ধার: ২ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2018


Thumbnail

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৮শ’ গ্রাম ওজনের মোট ৮টি স্বর্ণবারসহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেনাপোল সীমান্তের রাজাপুর এলাকা থেকে এই বারসহ পাচারকারীকে আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদে বিজিবি জানতে পারে যে স্বর্ণের একটি চোরাচালান ভারতে যাবে। এতে বিজিবি সীমান্তে নজরদারী বৃদ্ধি করে। এক পর্যায়ে পাচারকারীরা দুটি মোটরসাইকেল চালিয়ে সীমান্ত এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৮টি  স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্য ৪০ লাখ টাকা। আটককৃতরা হলেন, বেনাপোলের বালুন্ডা গ্রামের আনিসুরের ছেলে রনি আক্তার বাবু (৩০) ও আমলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে এয়াকুব আলী (২৮)। ৬০০ টাকার বিনিময়ে বেনাপোল পুটখালী গ্রামের স্বর্ণ ও হুন্ডি ব্যবসায়ী নাছিরের স্বর্ণ বহন করছেন বলে জানান আটককৃতরা।

খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাইনসাইডার/এমএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭