ইনসাইড বাংলাদেশ

বিদ্রোহীরা সরে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নানক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2018


Thumbnail

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যারা নির্বাচনি মাঠে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তারা আগামী দুই দিনের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মহাজোটে বিদ্রোহী প্রার্থী নেই। দেড় ডজনেরও কম স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনে মহাজোট ও আওয়ামী লীগ থেকে মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থা নিয়ে যারা নির্বাচন করছেন তারা আগামী দুই দিনের মধ্যে সরে আসবেন। নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণায় কাজ করতে হবে তা না হলে আগামী ১৭ ডিসেম্বর তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাইনসাইডার/এমএস/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭