কালার ইনসাইড

নতুন বছরে দুই বাংলার উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2018


Thumbnail

কাঁটাতারের বেড়াও যে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভাগ করতে পারেনি, তা যুগ যুগ ধরে দৃশ্যমান। কলকাতা ও বাংলাদেশ আলাদা ভূখণ্ড হলেও বাংলা চলচ্চিত্র, নাটক, সংগীত, এমনকি খাবারদাবার মিলেমিশে একাকার। এই ধারা অব্যাহত রাখতে এবারও শুরু হচ্ছে দুই বাংলার সাংস্কৃতিক উৎসব।

নতুন বছর উপলক্ষে কলকাতায় আয়োজিত হচ্ছে ‘বাংলা উৎসব ২০১৯’ শিরোনামে সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ ও কলকাতার যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই উৎসবে থাকবে দুই বাংলার সংগীত ও ঐতিহ্যবাহী খাবারের নানা আয়োজন।

উৎসবে বাংলাদেশ থেকে থাকছেন সংগীতশিল্পী বুলবুল ইসলাম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, অদিতি মহসিন, খায়রুল আনাম শাকিল ও ব্যান্ড ‘চিরকুট’। অন্যদিকে কলকাতার নচিকেতা চক্রবর্তী, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, অজয় চক্রবর্তী, ইমন চক্রবর্তী ও ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’সহ অনেকে। সংগীত ছাড়াও ঐতিহ্যবাহী সব খাবার নিয়ে হাজির হবেন দুই বাংলার রন্ধনশিল্পীরা।

উৎসবে বাংলাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও কলকাতার আরতি মুখোপাধ্যায়কে আজীবন সম্মাননা দেওয়া হবে।

কলকাতার নজরুল মঞ্চে হওয়া এই উৎসবের আয়োজক জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অরিন্দম শীল।

বাংলা ইনসাইডার/এইচপি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭