ইনসাইড পলিটিক্স

‘এমাজউদ্দিন সংবিধানের কী জানে?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্ট রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে চায়। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য ১০ সদস্যের একটি তালিকা বঙ্গভবনে পাঠানো রয়েছে। এই তালিকা প্রণয়ন করা হয় ড. কামাল হোসেনের বাসায়। জাতীয় ঐক্যফ্রন্ট মূলত রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, রাষ্ট্রপতির ‘সাংবিধানিক ক্ষমতা’ প্রয়োগের আহ্বান জানাতে। জাতীয় ঐক্যফ্রন্টের প্রচারণায় বাধা দেওয়ার ব্যাপারে যেন রাষ্ট্রপতি হস্তক্ষেপ করেন।

বিএনপির পক্ষ থেকে এই তালিকায় ড. এমাজউদ্দিন আহমেদের নাম প্রস্তাব করা হয়। বিএনপির নেতা নজরুল ইসলাম খান প্রস্তাব করেন, ‘এমাজউদ্দিন স্যার সংবিধান বিশেষজ্ঞ, তাকে নিলে ভালোই হয়।’ ড. এমাজউদ্দিনের নাম শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন ড. কামাল হোসেন। বলেন, ‘সে কী জানে সংবিধানের? কয়েকটা বাংলা বই লিখলেই সংবিধান বিশেষজ্ঞ হওয়া যায়?’ পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন আ.স.ম. আবদুর রব। তিনি বলেন, ‘বিষয়টা যেহেতু রাজনীতিবিদদের তাই রাজনীতিবীদদেরই দলে থাকা উচিৎ। ১০ সদস্যের তালিকায় আর এমাজউদ্দিনের নাম অন্তর্ভূক্ত হয়নি।

উল্লেখ্য, ড. এমাজউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং রাষ্ট্রবিজ্ঞানী। বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের তিনিই নেতা।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭