ওয়ার্ল্ড ইনসাইড

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2018


Thumbnail

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহনীর অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। গত তিনদিন ধরে চলা এই অভিযানে নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন। এতে আহত হয়েছে আরো অনেকে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ শনিবার ভোর নাগাদ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনাদের অভিযানের সময় পাল্টা আক্রমণ চালায় বিদ্রোহী গোষ্ঠী। এসময় বন্দুকযুদ্ধে ৩ জঙ্গি নিহত হয়। এছাড়া দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে ৬ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

সেনাবাহিনীর অভিযানে সাধারণ মানুষ নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। এ সময় সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭