ওয়ার্ল্ড ইনসাইড

বিক্রমাসিংহের দখলেই থাকলো ‘টেম্পল ট্রিস’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/12/2018


Thumbnail

রনিল বিক্রমসিংহের দখলেই থাকছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন ‘টেম্পল ট্রিস’। আজ রোববার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই নিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বিক্রমসিংহে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

বিক্রমাসিংহের শপথ গ্রহণের মধ্য দিয়ে শ্রীলঙ্কায় প্রায় দু’মাস ধরে চলা রাজনৈতিক সঙ্কট অবসানের আশা করা হচ্ছে। বিভিন্ন ইস্যু নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ায় গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন লংকান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বিক্রমাসিংহের পদে তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নিয়োগ দেন।

রাজাপাকসের নিয়োগকে অসাংবিধানিক বলছিলেন বিক্রমাসিংহেপন্থীরা। পার্লামেন্টের অধিকাংশ এমপিও এর বিরোধিতা করছিলেন। এরই প্রেক্ষিতে পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন সিরিসেনা। কিন্তু গত বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের পদক্ষেপকে বেআইনি বলে রায় দেয়। এরপর গতকাল শনিবার পদত্যাগ করেন রাজাপাকসে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭