ওয়ার্ল্ড ইনসাইড

‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা আবারো রাস্তায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/12/2018


Thumbnail

সরকারের অর্থনৈতিক নীতির প্রতিবাদে ফ্রান্সে পঞ্চম সপ্তাহের মতো সাপ্তাহিক ছুটির দিনে রাস্তায় নেমে এসেছে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। দেশটির সরকারের আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় শনিবার ফ্রান্সের সড়কগুলোতে বিক্ষোভ করেন হাজার হাজার প্রতিবাদকারী। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে তাদের সংখ্যা কম ছিল বলে জানিয়েছে রয়টার্স।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শনিবার বিক্ষোভকারীদের সম্ভাব্য সহিংসতা রুখতে রাস্তায় প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। শঁজে এলিজের কাছে প্রতিবাদকারীদের ছোট কয়েকটি দলের ওপর কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ।

উল্লেখ্য, জ্বালানির ওপর কর বৃদ্ধির প্রতিবাদে গত নভেম্বরের মাঝামাঝি সময়ে প্যারিসে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু খুব দ্রুতই এটি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর অর্থনৈতিক নীতিবিরোধী আন্দোলনে পরিণত হয়।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭