ইনসাইড গ্রাউন্ড

হকি বিশ্বকাপে প্রথম বার চ্যাম্পিয়ন বেলজিয়াম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/12/2018


Thumbnail

পুরুষ হকি বিশ্বকাপের প্রথমবার ফাইনালে উঠে তাক লাগিয়ে দিয়েছিল বেলজিয়াম। তিনবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্বকাপ শিরোপাও জয় করলো তারা।

ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে রোববার শুটআউটে ৩-২ গোলে জিতে ষষ্ঠ দেশ হিসেবে শিরোপা জয় করলো বেলজিয়াম। এই আসরের আগে ২০১৪ সালের আসরে পঞ্চম হওয়াই ছিল বেলজিয়ামের সেরা সাফল্য।

প্রথম কোয়ার্টারে বেলজিয়ামের চেয়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। তবে বেলজিয়ামের একটি ও নেদারল্যান্ডসের দুটি শট ঠিকানা খুঁজে পায়নি। দুই দলের কেউ এ অর্ধে পায়নি পেনাল্টি কর্নার ও পেনাল্টি স্ট্রোক।

দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণে এগিয়ে ছিল ১৯৯৮ সালে সর্বশেষ বিশ্বকাপ জেতা নেদারল্যান্ডস। কিন্তু দুটি পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে আসা ডাচরা।

পরের দুই কোয়ার্টারে প্রায় সমানে সমান লড়াই করে নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে নিয়ে যায় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারানো বেলজিয়াম। সেখানেই বাজিমাত করে প্রথমবারের মতো শিরোপা জিতে দলটি।

বাংলা ইনসাইডার/ডিএম/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭