ইনসাইড গ্রাউন্ড

ঝড় তুলে বিদায় নিলেন হোপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/12/2018


Thumbnail

৮ম ওভারের চতুর্থ বলে হাফ সেঞ্চুরিয়ান শাই হোপকে ফেরালেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে ৫৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন হোপ। ৩ চারের পাশাপাশি ৬ টি ছক্কা মারেন হোপ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান ৪৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন। ক্যারিবীয়দের পক্ষে পেসার শেল্ডন কর্টরেল ২৮ রানে নেন ৪ উইকেট। এছাড়াও কিমো পল ২৩ রানে নেন ২ উইকেট।

১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ক্যারিবীয় ওপেনার এভিন লুইস ও শাই হোপ ব্যাট হাতে ইনিংসের ঝড়ো সূচনা করেন। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বল হাতে আক্রমণে আসেন। প্রথম ওভারে ৭ রান নিলেও দ্বিতীয় ওভারে মিরাজের বলে ১৯ রান নেন তুই ওপেনার।

মাত্র ১৯ বলেই ৫০ রান টপকে যাওয়া ক্যারিবীয় ইনিংসের প্রথম উইকেট নেন পেস অলরাউইন্ডার সাইফউদ্দিন। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ১১ বলে ১৮ রান করা লুইসকে ফেরান তিনি। অপর প্রান্তে ৯ বলে ২৯ রানে অপরাজিত আছেন হোপ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ- ১২৯/১০ (১৯ ওভার) সাকিব ৬১; কর্টরেল ৪/২৮

ওয়েস্ট ইন্ডিজ- ৯৮/২ (৭.৪ ওভার)

বাংলা ইনসাইডার/এজেএস

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭