ইনসাইড বাংলাদেশ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জানান দিচ্ছে তীব্র শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/12/2018


Thumbnail

ভোর বেলাতেই রাজধানীর আকাশ ছিল মাঝারি কুয়াশা ঘেরা। এরপরই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকাল থেকেই আকাশে সূর্যের দেখা নেই। ঘর থেকে বের হয়ে ঘড়ির দিকে না তাকিয়ে কয়টা বাজে তা বলতে পারাটা যেন প্রায় দুষ্কর। আশেপাশের বিভিন্ন লতাপাতা, গাছ যেনো শিশিরের অলংকার পরেছে।  সারাদিনের থেমে থাকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জানান দিচ্ছে তীব্র শীতের আগমনী বার্তা।

ঘূর্ণিঝড় পেথাইয়ের প্রভাবে বঙ্গোপসাগর এখন উত্তাল। ভারতের আন্দামান সাগরের নিম্নচাপ থেকে তৈরি হওয়া এ ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে এসে আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এই নিম্নচাপের কারণে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে।

হঠাৎ বৃষ্টির কারণে রাজধানী ঢাকার সব নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটছে।  বৃষ্টির কারণে প্রার্থীরা প্রচারণায় নামতে পারেননি বলে জানা গেছে।

আসন্ন শীত নিয়ে শঙ্কায় রয়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল শ্রেণীর লোকজন। কেননা শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই যে তাদের। শীতের প্রকোপ থেকে বাঁচতে চট বা ছেড়া কাপড় দিয়ে পুরনো কাঁথাই সম্বল তাদের। অনেকে অবশ্য চেয়ে আছেন ত্রাণের শীতবস্ত্র পাওয়ার অপেক্ষায়। যদিও সবার ভাগ্যে তা জোটেনা।

বাংলা ইনসাইডার/বিকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭