ইনসাইড বাংলাদেশ

‘আগামীকাল থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/12/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে না দাঁড়ালে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচনের পরিবেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা আওয়ামী লীগসহ যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এটা আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে বলছি।’    

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন ও কাদের সিদ্দিকী প্রসঙ্গে এসময় ওবায়দুল কাদের বলেন, ‘তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করে ধানের শীষে ভোট চাইছেন। আবার নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেও দাবি করছেন। এটা হাস্যকর এবং স্ববিরোধিতা।’

এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মজিবুল হকসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭