ইনসাইড বাংলাদেশ

ইসি’র সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/12/2018


Thumbnail

নির্বাচনে সারাদেশে ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ও হযরানি বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিকী, আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, মোস্তফা মহসিন মন্টু, জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফন্টের ১৩ সদস্যদের প্রতিনিধি দল।

অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ বৈঠকে অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত আছেন।

বাংলা ইনসাইডার/আরকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭