ইনসাইড গ্রাউন্ড

দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ফিরলেন হোপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/12/2018


Thumbnail

আরও একবার শাই হোপ।সিলেটে আজ অনুষ্ঠিত প্রথম টি-২০ তে বাংলাদেশী বোলারদের হেনস্থা করেম শাই হোপ। গড়লেন নেন অর্ধ শতক; দ্রুততম অর্ধশতক। মাত্র ১৬ বলে পঞ্চাশের কোটা পূরণ করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ড।

শেষ পর্যন্ত ২৩ বলে ৩ চারের বিপরীতে ৬ ছক্কায় ৫৫ রান করে ফিরেছেন হোপ। মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানিয়ে বিস্ফোরক এ ওপেনারকে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে কম বলে ফিফটি করার রেকর্ড যুবরাজ সিংয়ের। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করেন ভারতীয় এ হার্ডহিটার। দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড কলিন মানরোর। ২০১৬ সালে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৪ বলে ফিফটি স্পর্শ করেন এ ক্যারিবিয়ান।

বাংলা ইনসাইডার/ডিএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭