ইনসাইড বাংলাদেশ

‘মানুষ পুড়িয়ে হত্যাকারী রাজনীতিবিদদের ভোট চাওয়ার অধিকার নাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/12/2018


Thumbnail

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়ন কর্মকান্ড শেষ করতে হলে আবারও আওয়ামী লীগকে প্রয়োজন হবে। আরও পাঁচটি বছর ক্ষমতায় থাকা প্রয়োজন আওয়ামী লীগের। দেশকে আরও উন্নত করতে হলে নৌকায় ভোট দিতে হবে।’ আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের স্বজনদের মনোনয়ন দেওয়া হয়েছে। মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতিবিদদের ভোট চাওয়ার কোনও অধিকার নাই। যারা বাংলাদেশ চায়নি তারা কীভাবে ভোট চায়। ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস তারা সঠিক জায়গায় ভোট দিতে ভুল করবে না।’ আগামীতে আরও সুবিধা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার গৃহহারাদের ঘর ও চাকরির ব্যবস্থা করে দিয়েছে।’ দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, ‘দেশকে আরও উন্নত করতে চাই। এজন্য নৌকা মার্কায় ভোট চাই।

বাংলাইনসাইডার/এমএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭