ইনসাইড বাংলাদেশ

শান্তিপূর্ণ নির্বাচনের আশা মার্কিন রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/12/2018


Thumbnail

বাংলাদেশে নব-নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন।

আজ সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলার এ আশা প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।  

ইহসানুল করিম জানান, ‘সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচন ছাড়াও রোহিঙ্গা সমস্যা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস এবং সংগ্রাম সম্পর্কে নতুন রাষ্ট্রদূতকে অবহিত করে বলেন, গত ৪৭ বছরে বাংলাদেশে একমাত্র তার সরকারের পূর্ণ মেয়াদ শেষে ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা করছে।’

এদিকে প্রধানমন্ত্রীকে মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, জাতীয় নির্বাচনে যুক্তরাষ্টের ৩২ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন রবার্ট মিলার।

বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭