ইনসাইড গ্রাউন্ড

পার্থে ভারতকে থামিয়ে দিল অজিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

শেষ রক্ষা হল না। দ্বিতীয় টেস্টে ভারতকে ১৪৬ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। ফলে চার টেস্টের সিরিজে সমতা ফেরাল অজিরা।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজের প্রথম দুই টেস্ট জেতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত। পার্থ টেস্টের শেষদিনে বাকি থাকা পাঁচ উইকেটে কেবল ১৭৫ রান করতে পারলেই হয়ে যেত ইতিহাস। কিন্তু ম্যাচের পঞ্চমদিন ভারতের এই রেকর্ডগড়ার স্বপ্ন টিকেছে মাত্র ১ ঘণ্টা।

২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ১১২ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৭৫ রান৷ অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ভারতের ৫ উইকেট৷ সোমবারই পাঁচ উইকেট হারায় কোহলির ভারত৷ ক্রিজে ছিলেন হনুমা বিহারি ও ঋষভ পন্থ৷ ২৮ রানে হনুমা বিহারিকে আউট করে ভারতকে ধাক্কা দেন মিচেল স্ট্রার্ক।

ঋষভ পন্থকে ৩০ রানে প্যাভিলিয়নে ফেরান নাথান লিঁও। উমেশ যাদবকে(২) ফেরান স্টার্ক। ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহকে শূন্য রানে ফেরালেন প্যাট কামিন্স। ১৪০ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস।দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে আট উইকেট নিয়ে ম্যান ওফ দ্য ম্যাচ হন নাথান লিও।

ম্যাচ শুরুর আগে পার্থের সবুজ গালিচার ভয় দেখানো হলেও মূলত ভারতীয়দের যম হয়ে দেখা দিয়েছেন ম্যাচের একমাত্র স্পিনার লিয়নই। দুই ইনিংসে মোট ৮ উইকেট নিয়ে তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

স্কোর বোর্ড

প্রথম ইনিংস

অস্ট্রেলিয়াঃ ৩২৬ অল আউট (১০৮.৩ ওভার), (মার্কাস হ্যারিস ৭০, ট্রাভিস হেড ৫৮), (ইশান্ত শর্মা ৪১/৪)

ভারতঃ ২৮৩ অল আউট (১০৫.৫ ওভার), (ভিরাট কোহলি ১২৩, আজিঙ্কে রাহানে ৫১), নাথান লায়ন (৬৭/৫)

দ্বিতীয় ইনিংস

অস্ট্রেলিয়াঃ ২৪৩ অল আউট (৯৩.২ ওভার), (উসমান খাওয়াজা ৭২, টিম পেইন ৩৭), (মোহাম্মাদ শামি ৫৬/৬)

ভারতঃ ১৪০ অল আউট (৫৬ ওভার), (রিশাভ পান্ট ৩০, আজিঙ্কে রাহানে ৩০), (নাথান লায়ন ৩৯/৩)

 

বাংলা ইনসাইডার/ডিএম/

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭