ইনসাইড পলিটিক্স

পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকারে গেলে সংবিধানে সংশোধনী এনে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান চালু করা হবে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির নির্বাচনী ইশতেহারে এমনটি বলা হয়েছে। ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল নির্বাচনী ইশতেহারে বলেন, ‘সংবিধানে প্রয়োজনী সংশোধনী আনা হবে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আসবে। দুই মেয়াদের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।’

ইশতেহারে অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ ১৯ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। দলীয় প্রধান খালেদা জিয়া ছাড়া এটাই বিএনপির প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ।

বাংলাইনসাইডার/এমএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭