ইনসাইড বাংলাদেশ

কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দিবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করার কথা জানিয়েছে বিএনপি। একইসঙ্গে একটি পৃথক শিক্ষা চ্যানেল চালু করা ও এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়ার কথা ইশতেহারে বলেছে বিএনপি।

আজ মঙ্গলবার রাজধানীর লেকশোর হোটেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী ইশতেহারে এমন ঘোষণা দেন।

বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার ওপর থেকে সব ধরনের ভ্যাট বাতিল করা হবে। ভ্যাটবিরোধী, কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সব মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকারদের ভাতা দেওয়া হবে।

এ ছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ ১৯ দফা ইশতেহার ঘোষণা করেছে বিএনপি।


বাংলা ইনসাইডার/এমআরএইচ





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭