কালার ইনসাইড

বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

অভিনয়শিল্পী এবং ছোট ও বড় পর্দার বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে লাইফ সার্পোটে রাখা হয়েছিল। অবশেষে আজ দুপুর তিনটার পরে তিনি মারা যান।

খবরটি নিশ্চিত করেছে ডিরেক্টরস গিল্ড। তিনি এই সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য।

সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক এসএ হক অলিক জানান, শনিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল আনাম টুটুল। এরপর তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ সিনেমাটি পরিচালনা করছেন সাইদুল আনাম টুটুল। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর পরিচালনায় ফিরেছেন ‘আধিয়ার’-খ্যাত এই নির্মাতা। সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

এর আগে সরকারি অনুদানে নির্মিত তার প্রথম সিনেমা ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ সিনেমাতে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব সিনেমাতে কাজ করেছেন এই নির্মাতা ও সম্পাদক।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭