ইনসাইড গ্রাউন্ড

আইপিএল নিলামের আদ্যোপান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

রাজস্থানের জয়পুরে বসেছে ভারতের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ১২তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম।

এবারের আসরে ২২৮ জন ভারতীয় ও ১২২ জন বিদেশীসহ সর্বমোট ৩৫০ জন ক্রিকেটার নজরে রয়েছেন আট ফ্র্যাঞ্চাইজির। এবারের আসরে দুইজন বাংলাদেশি ক্রিকেটার-মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও থাকছেন। স্থানীয় সময় বিকাল ৪টায় নিলাম শুরু হবে। আগের বছরগুলোতে খেলোয়াড় নিলাম চলত দুইদিন ধরে। কিন্তু এবার তা মিটবে একদিনেই। ১১ বছরের আইপিএল ইতিহাসে এইবার প্রথমবার বদলে যাচ্ছে আইপিএলের নিলামের হ্যামারম্যান। রিচার্ড ম্যাডলির জায়গায় থাকবেন হিউ এডমিডেস।

প্রাথমিকভাবে এই নিলামের জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১০০৩ জন ক্রিকেটার। তাদের মধ্যে থেকে ফ্র্যাঞ্চাইজিগুলির দেওয়া তালিকা অনুযায়ী ২৩৬টি চূড়ান্ত করা হয়েছে নিলামের জন্য। প্রত্যেক দলের অর্থ খরচ করার মাত্রাও ৮০ কোটি থেকে বাড়িয়ে ৮২ কোটি করা হয়েছে। একনজরে দেখে জেনে নেওয়া যাক আইপিএল নিলাম ২০১৯ যাবতীয় বিষয়ঃ

নিলামের নিয়মকানুন -

ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার - ভূমিকা অনুযায়ী ৩৪৬ জন খেলোয়াড়দের নাম এই তিন ভাগে ভাগ করে তিনটি আলাদা পাত্রে রাখা হবে।

তারপর অকশনিয়ার এক এক করে ক্রিকেটারদের নাম বলতে থাকবেন। আর চাহিদা অনুযায়ী দলগুলি তাদের প্যাডেল তুলে সেই ক্রিকেটারদের বিড করা শুরু করবেন। বিড শুরু হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের বেস প্রাইস থেকে। তারপর দর যতদূর ওঠার উঠবে।

যেই দল সবচেয়ে বেশি দর হাঁকবে, তারাই ওই ক্রিকেটারকে দলে নিতে পারবে। বাকি দলগুলি বিড করা থামানোর পর অকশনিয়ার ওই ক্রিকেটারকে `সোল্ড` ঘোষণা না করা অবধি নিলাম চলবে।

একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনও খেলোয়াড়ের নামে কোনও দলই প্যাডেল না তোলে তবে তিনি `আনসোল্ড` থেকে যাবেন। `আনসোল্ড` ক্রিকেটারদের নাম ফের পাত্রে রেখে দেওয়া হবে। এক রাউন্ড নিলাম হয়ে যাওয়ার পর ফের তাদের নিলামে তোলা হবে।

নিলামের তালিকায় যারা আছেনঃ

২ কোটি টাকা `বেস প্রাইস` কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। আছে ৯ জন বিদেশী ক্রিকেটারের নাম। তারা হলেন –

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি `বেস প্রাইস` জয়দেব উনাদকাট (১.৫ কোটি টাকা)-এর। এছাড়া নিলামে থাকা অন্যান্য বড় ভারতীয় নামগুলির মধ্যে আছেন যুবরাজ সিং, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা প্রমুখ।

 আট ফ্র্যাঞ্চাইজির টাকা ও খেলোয়াড় স্লটঃ 

কলকাতা নাইট রাইডার্স - ১৫.২০ কোটি (স্লট আছে: ১২ - ভারতীয় ৭, বিদেশী ৫)

কিংস ইলেভেন পাঞ্জাব - ৩৬.২০ কোটি (স্লট আছে: ১৫ - ভারতীয় ১১, বিদেশী ৪)

দিল্লি ক্যাপিটালস - ২৫.৫০ কোটি (স্লট আছে: ১০ - ভারতীয় ৭, বিদেশী ৩)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - ১৮.১৫ কোটি (স্লট আছে: ১০ - ভারতীয় ৮, বিদেশী ২)

মুম্বাই ইন্ডিয়ানস - ১১.১৫ কোটি (স্লট আছে: ৭ - ভারতীয় ৬, বিদেশী ১)

রাজস্থান রয়্যালস - ২০.৯৫ কোটি (স্লট আছে: ৯ - ভারতীয় ৬, বিদেশী ৩)

চেন্নাই সুপার কিংস - ৮.৪০ কোটি (স্লট আছে: ২ - ভারতীয় ২, বিদেশী ০)

সানরাইজার্স হায়দরাবাদ - ৯.৭০ কোটি (স্লট আছে: ৫ - ভারতীয় ৩, বিদেশী ২)

বাংলা ইনসাইডার/ডিএম/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭